উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঠাকুরপুকুর কাণ্ডের (Thakurpukur Automobile Accident) জেরে বড় বদল ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকে। এই ধারাবাহিক থেকে বাদ দেওয়া হল ঋ (Rii Sen) এবং স্যান্ডি সাহাকে (Sandy Saha)। মূল অভিযুক্ত পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস (Siddhant Das) আপাতত পুলিশি হেপাজতে রয়েছেন। তাই ধারাবাহিকের পরিচালকও বদলে ফেলা হচ্ছে। একইভাবে সম্ভবত চাকরি হারাতে চলেছেন বেসরকারি চ্যানেলটির কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসুও (Shriya Basu)।
সূত্রের খবর, ভিক্টোর পরিবর্তে এখন থেকে ‘ভিডিও বৌমা’ ধারাবাহিক পরিচালনা করবেন রূপক দে। যিনি এর আগে ‘ভূমিকন্যা’, ‘মিঠাই’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক পরিচালনা করেছেন। তবে ঋ’র জায়গায় কে আসছেন ধারাবাহিকে, তা এখনও জানা যায়নি। এদিকে, স্যান্ডির চরিত্রটিই আর নেই ধারাবাহিকটিতে বলে শোনা যাচ্ছে। ধারাবাহিকের কাজ হারিয়ে স্যান্ডি জানান, বুধবার নির্মাতাদের তরফে তাঁকে ফোন করে এই সিদ্ধান্তে কথা জানানো হয়। তিনি বলেন, ‘খুব খারাপ লাগছে। আমি সেদিন ওই গাড়িতে ছিলাম না। ঠাকুরপুকুরের দুর্ঘটনার পর থেকে এত কটাক্ষ ধেয়ে আসাতেই সম্ভবত আমাকে বাদ দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, টিআরপি তালিকায় ‘ভিডিও বৌমা’র সাফল্যের জন্য শনিবার রাতে শহরের এক পানশালায় পার্টিতে মেতেছিলেন ধারাবাহিকের পরিচালক ভিক্টো, চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋ, স্যান্ডি সাহারা। সেখান থেকে ফেরার পথে আরিয়ানের বাড়িতে আড্ডার আসর বসে। এরপর রবিবার সকালে মদ্যপ অবস্থায় ঠাকুরপুকুর থানা এলাকার একটি বাজারে গাড়ি ঢুকিয়ে দিয়ে ৬ জন পথচারীকে ধাক্কা মারেন ভিক্টো। জখম ওই ৬ জনের মধ্যে একজনের পরবর্তীতে মৃত্যু ঘটে। সেই সময় গাড়িতে ভিক্টোর সঙ্গে ছিলেন ঋ এবং শ্রিয়া। ঘটনার পর ভিক্টোকে গ্রেপ্তার করা হয়। মত্ত অবস্থায় আটক করা হয়েছিল শ্রিয়া বসুকেও। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদ জানিয়েছেন টলিউড তারকাদের একাংশ।