উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পর্যটকদের আকর্ষণ করতে সান্দাকফু থেকে ৮ কিমি দূরে থাকুমে শুরু হল ২ দিনের ‘ইয়াক উৎসব’। এমনিতেই পর্যটকদের মধ্যে আকর্ষণ বাড়ছে সান্দাকফুর। এই ‘ইয়াক উৎসব’ সান্দাকফুর জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। সান্দাকফু, ফালুটের বিভিন্ন হোটেল, হোমস্টেতে এই উত্সব উপলক্ষ্যে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। উৎসবের আয়োজক সিঙ্গালিলা ল্যান্ড রোভার্স ওনার্স অ্যাসোসিয়েশনের কর্তা চন্দন প্রধান জানিয়েছেন, এই উৎসবে অংশগ্রহণকারীদের ভারত-নেপাল সীমান্তের চারাটেতে আয়োজিত চৌরি মহৎসব ঘুরিয়ে দেখানো হবে। এবার এই উৎসবের অষ্টম বর্ষ। এবারের উৎসবে পর্ষটকদের প্রদর্শনের জন্য ১৩০ টি ইয়াক বা চমরিগাই রাখা হবে। এছাড়াও চমরিগাইয়ের দুধ থেকে তৈরি সুরপি, দই, ঘি, চিজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর প্রদর্শনী এবং বিক্রির ব্যবস্থাও থাকছে।
সিঙ্গালিলা ল্যান্ড রোভার্স ওনার্স অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেটর অনিল তামাং জানান, সিঙ্গালিলা বনাঞ্চলে চমরিগাই অত্যন্ত পরিচিত নাম। আগে এই চমরিগাইকে ব্যবহার করেই পণ্য পরিবহণের কাজ হত। সান্দাকফুতে ট্রেকিংয়ে যাওয়া পর্যটকদের ব্যাগপত্তরও এই চমরি গাইয়ের পিঠে চাপিয়েই দুর্গম পথ দিয়ে বয়ে নিয়ে যাওয়া হত। বর্তমানে সেটা বন্ধ হলেও অনেকেই বাড়িতে চমরিগাই পালন করে সংসার চালান। তবে এই চমরিগাইকে ঘিরে পর্যটকদের মধ্যে যথেষ্ট কৌতুহল রয়েছে। এই উৎসবে যোগ দিয়ে পর্যটকরা যেমন সেই কৌতূহল মেটাতে পারবেন, তেমনি সান্দাকফুর ঐতিহ্যবাহী ল্যান্ডরোভার গাড়িতেও চড়ার সুযোগ পাবেন।