Thailand | শত্রু দেশের নেতার সঙ্গে ফোনালাপ ফাঁস! প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত পেতংতার্ন সিনাওয়াত্রা

Thailand | শত্রু দেশের নেতার সঙ্গে ফোনালাপ ফাঁস! প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত পেতংতার্ন সিনাওয়াত্রা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শত্রু দেশের নেতার সঙ্গে ফোনালাপ ফাঁস! প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হল পেতাংতার্ন সিনাওয়াত্রাকে (Paetongtarn Shinawatra)। কম্বোডিয়ার প্রাক্তন রাজনৈতিক নেতা হুন সেনের সঙ্গে ফোনালাপের জেরেই এই পদক্ষেপ।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া দাংরেক পর্বতের উপরে অবস্থিত প্রিয়াহ ভিহিয়ার বা প্রিয়া বিহার শিবমন্দির। এই অঞ্চলকে কেন্দ্র করে কয়েক দশক ধরে সংঘর্ষে লিপ্ত থাইল্যান্ড (Thailand) ও কম্বোডিয়া (Cambodia)। চলতি বছর ফেব্রুয়ারিতে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। প্রাণ হারান দুই দেশের বহু সেনা ও নাগরিক।

এই পরিস্থিতিতে জুন মাসে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা সঙ্গে কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনের একটি ফোনালাপ সামনে আসে। ২০২৩ সালে হুন পদত্যাগ করলেও কম্বোডিয়ার সরকার তাঁর পরামর্শেই চলে। ফোনালাপে সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা করতে শোনা যায় দু’জনকে। ওই ফোন কলে নিজের দেশের সেনার সমালোচনা করতেও শোনা যায় প্রধানমন্ত্রীকে। এনিয়ে বিতর্ক চরম আকার নেয়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হন সেখানকার বিরোধী দল। দায়ের হয় মামলাও। এই মামলায় গত জুন মাসে সাসপেন্ড করা হয়েছিল সিনাওয়াত্রাকে। এবার তাঁকে দোষী সাব্যস্ত করল থাইল্যান্ড আদালত। যার জেরে বরখাস্ত করা হয়েছে তাঁকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *