উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক জঙ্গির। ঘটনায় আহত হয়েছেন ৩ জওয়ান। সোমবার কুলগাম জেলার গুদ্দার বনাঞ্চলে ঘটনাটি ঘটে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উপত্যকায় জঙ্গি দমনে লাগাতার অভিযান চলছে। গুদ্দার বনাঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে, এদিন গোয়েন্দা সূত্রে এমন খবর পাওয়ার পর সেখানে অভিযান চালায় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনী। জওয়ানদের দেখে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও।
গুলির লড়াইয়ে নিহত হয়েছে এক জঙ্গি। তিন জওয়ান আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় আরও দু-তিনজন জঙ্গি লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে। অভিযান এখনও জারি আছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।