উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে ভোটার তালিকা সংশোধনের চলতি প্রক্রিয়া নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। আরজেডি নেতা তেজস্বী যাদব নির্বাচন কমিশনের এই বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন । রবিবার এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব জানান, নির্বাচন কমিশন বিহারে বিদেশী ভোটারদের উপস্থিতি সম্পর্কে ‘ইনপুট’ বা ‘সূত্র’ পাওয়ার কথা বললেও, তিনি এটিকে ‘মূত্র’ ছাড়া আর কিছু মনে করেন না অর্থাৎ এই দাবির কোনও ভিত্তি নেই। তাঁর দাবি, এই প্রক্রিয়া স্বচ্ছতার অভাবে ভুগছে এবং ভোটার ও বুথ লেভেল অফিসারদের (BLOs) মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
কার্যত হুঁশিয়ারির সুরে তেজস্বী জানান, ভোটার তালিকা থেকে মাত্র এক শতাংশ বাদ পড়লেও বিহার জুড়ে প্রায় ৭.৯ লক্ষ ভোটার তাঁদের ভোটাধিকার হারাবেন। তিনি আরও উল্লেখ করেন, গত নির্বাচনে ৫২টি আসনে জয়ের ব্যবধান ছিল মাত্র ৫,০০০ ভোট। এই পরিস্থিতি চলতে থাকলে প্রতি আসনে প্রায় ৩,২০০ ভোট বাতিল হতে পারে। তাঁর অভিযোগ, বিহার থেকে স্থানান্তরিত হওয়া ভোটারদের অন্যায়ভাবে তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ২৫ জুন বিহারে নিবন্ধিত ভোটারদের নাগরিকত্ব যাচাই করার জন্য বিশেষ নিবিড় সংশোধন (SIR) অভিযান শুরু করেছে। প্রায় ৭৭,০০০ বুথ লেভেল অফিসার (BLO) এবং সরকারি কর্মী বর্তমানে ৭.৮ কোটি ভোটারের তথ্য যাচাই করছেন।
সূত্রের খবর, এই সংশোধন প্রক্রিয়ায় নেপাল, বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা বিপুল সংখ্যক মানুষের বিহারে বসবাসের প্রমাণ পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ৩০শে সেপ্টেম্বর প্রকাশিত হতে চলা চূড়ান্ত ভোটার তালিকায় যাচাই-বাছাইয়ের পর এই ধরনের ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হবে না। নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে, আসন্ন নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ, অসম, কেরল ও তামিলনাড়ুর মতো অন্যান্য রাজ্যেও একই ধরনের যাচাই অভিযান শুরু হবে।