অনুপ সাহা, গজলডোবা: দাবিমতো ১০ অগাস্ট তিস্তা ব্যারেজ সেতু সংস্কারের কাজ শেষ হচ্ছে না (Teesta Barrage)। বৃষ্টির জন্য কাজে দেরি হচ্ছে। ফলে সেতু চালু হওয়া আরও খানিকটা সময়সাপেক্ষ ব্যাপার।
গত ৪ অগাস্ট ব্যারেজ সেতুর সংস্কার শুরুর ১০০ দিনের মাথায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সুব্রত ঘোষ জোর গলায় দাবি করেছিলেন, প্রকৃতি যদি বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে ১০ অগাস্টের মধ্যে সংস্কারকাজ পুরোপুরি শেষ হয়ে যাবে এবং তারপরই সেতুর দায়িত্ব ব্যারেজ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে নাগাড়ে বৃষ্টি। শনিবার সুব্রত বলেন, বৃষ্টির মাঝে বাদবাকি ছোট কাজগুলো হলেও সেতুর ওপর ম্যাস্টিক বিছানোর কাজ কোনওভাবেই সম্ভব নয়। এ কারণেই বৃষ্টি থামার অপেক্ষায় আছি। বৃষ্টি থামলে যেটুকু কাজ বাকি রয়েছে, তা দুইদিনের মধ্যে শেষ করে দেওয়া হবে।
এদিকে, কাজ শেষ না হলে ১৫ অগাস্ট সেতু দিয়ে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হতে পারে বলে যে সম্ভাবনার কথা গজলডোবা ব্যারেজ চত্বরে কানাঘুষো শোনা যাচ্ছিল, স্বাভাবিকভাবেই সেই প্রক্রিয়া ব্যাহত হবে।
উল্লেখ্য, প্রশাসনিক নির্দেশ মেনে তিস্তা ব্যারেজ সেতুর ওপর দিয়ে সমস্তরকম যানবাহন চলাচল বন্ধ করে গত ২৭ এপ্রিল সংস্কার শুরু করে ব্যারেজ কর্তৃপক্ষ। কাজ শেষের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ১৪০ দিন। যে গতিতে কাজ এগিয়েছে, তাতে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার প্রায় এক মাস আগেই কাজ শেষ হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছিলেন এই পথের নিত্যযাত্রীরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাওয়ায় অপেক্ষা আরও দীর্ঘ হল। গজলডোবার বাসিন্দা রূপচাঁদ বৈদ্যর মন্তব্য, ‘প্রকৃতির কাছে মানুষ বড়ই অসহায়। এই মুহূর্তে অতিরিক্ত আরও কিছুদিন অপেক্ষা করা ছাড়া আমাদের কিছু করার নেই।’