TCS | চাকরির বাজারে অশনি সংকেত! তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে একধাক্কায় কর্মহীন হচ্ছেন ১২০০০

TCS | চাকরির বাজারে অশনি সংকেত! তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে একধাক্কায় কর্মহীন হচ্ছেন ১২০০০

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাকরির বাজারে ফের সংকটের মেঘ। এক ধাক্কায় বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিস। রবিবার কোম্পানির তরফে জানানো হয়েছে যে ২০২৬ আর্থিক বছরে তাঁরা তাদের কর্মীসংখ্যা ২ শতাংশ কমিয়ে নিয়ে আসতে চায়। তবে নিচুতলার কর্মীদের উপর এই ছাঁটাইয়ের কোনও প্রভাব পড়বে না। মূলত কোম্পানির উচ্চতর ও মাঝামাঝি পর্যায়ে থাকা কর্মীরাই এই ছাঁটাইয়ের ফলে বিপাকে পড়বেন।

কোম্পানি সূত্রে জানা গেছে, এই মুহূর্তে বিশ্ববাজারে টিকে থাকতে নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা অনিবার্য। তাই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআইয়ের ব্যবহারও একরকম আবশ্যক হয়ে উঠছে। সেই এআইকেই এখন কাজে লাগাতে চলেছে টিসিএস। পাশাপাশি তারা নতুন বিনিয়োগের ক্ষেত্রেও পা রাখতে চলেছে। সেক্ষেত্রে নতুন প্রযুক্তিই হয়ে উঠতে চলেছে অন্যতম হাতিয়ার।

এর ফলেই প্রায় ১২ ২০০ কর্মীর চাকরি খোয়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। তবে বিশ্বজুড়ে টিসিএসের যে ক্লায়েন্টরা রয়েছে তাদের পরিষেবার উপর যাতে কোনও রকম প্রভাব না পড়ে তাও নিশ্চিত করতে বলা হয়েছে কোম্পানির তরফে। টিসিএসের সিইও কে কৃত্তিবাসন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন ব্যবসা পদ্ধতি ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে সংস্থায় কিছু আভ্যন্তরীন পরিবর্তন ঘটাতে হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *