Tata Group | নিহতদের পরিবারপিছু ১ কোটি করে ক্ষতিপূরণ, বিমান দুর্ঘটনা নিয়ে আর কী বলল টাটা গোষ্ঠী?

Tata Group | নিহতদের পরিবারপিছু ১ কোটি করে ক্ষতিপূরণ, বিমান দুর্ঘটনা নিয়ে আর কী বলল টাটা গোষ্ঠী?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক কালে ভারতের ইতিহাসে ভয়াবহতম বিমান দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। আমেদাবাদ বিমান বন্দর থেকে উড়ান শুরু করার পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী এ-১৭৩ নম্বর বিমানটি। বিমানে পাইলট ও ক্রু মিলিয়ে ২৪২ জন যাত্রী ছিল। তার মধ্যে ১ জনকে এখনও পর্যন্ত জীবিত উদ্ধার করা গিয়েছে। বাকি সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।

এহেন দুর্ঘটনার পরই নিহতদের পরিবারের জন্য বড় রকমের ক্ষতিপূরণ ঘোষণা করল টাটা গোষ্ঠী (Tata Group)।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডলে টাটা-র তরফে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টেই ‘টাটা সন্স’-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ জানিয়েছেন এয়ার ইন্ডিয়া এই ঘটনায় গভীরভাবে শোকাহত। বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার প্রতি এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার সব খরচ দেবে টাটা গ্রুপ। এছাড়াও সবরকমের সাহায্য করা হবে বলে জানিয়েছে টাটা। অন্যদিকে আহমেদাবাদের মেঘানিনগরে বিজে মেডিকেল কলেজের যে ছাত্রাবাসের উপর বিমানটি ভেঙে পড়ে সেই ছাত্রাবাসটি তৈরি করে দেওয়ার কথাও জানিয়েছে টাটা গোষ্ঠী।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *