Tariff Coverage | ভারতের পাশে বেজিং! শুল্কনীতি নিয়ে ট্রাম্পকে কটাক্ষ চিনা রাষ্ট্রদূতের

Tariff Coverage | ভারতের পাশে বেজিং! শুল্কনীতি নিয়ে ট্রাম্পকে কটাক্ষ চিনা রাষ্ট্রদূতের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : এ যেন একেবারে উলটপুরাণ। চিন (China) ভারতের শত্রু দেশ হিসাবেই পরিচিত। ভারতের সঙ্গে আমেরিকার শুল্ক যুদ্ধে এবার সেই চিন ভারতের (India) পাশে দাঁড়াল।

আমেরিকা দুইবার মিলিয়ে ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক (Tariff) চাপিয়েছে। এরপর আরও বিভিন্ন নিষেধাজ্ঞা বা আরও শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প (Donal Trump)। এনিয়ে দু’দেশের মধ্যে চাপানউতোর চলছে। সেই আবহে চিনের ভারতের পাশে দাঁড়ানো বেশ তাৎপর্য।

নয়াদিল্লিতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জু ফেইহং (Xu Feihong) এক্স হ্যান্ডলে নাম না করে ট্রাম্পকে মস্তান বলে কটাক্ষ করেন। তিনি লিখেছেন, ‘ওই মস্তানকে এক ইঞ্চি জায়গা দিলে সে এক মাইল দখল করে নেবে। শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলিকে দমিয়ে রাখতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির উলটো হবে। এটা বেশিদিন চলতে পারে না।’

দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে ভারত। কিন্তু তা এখনও হয়ে ওঠেনি। এবছরের শুরুতে চিন-মার্কিন শুল্কযুদ্ধে আমেরিকা ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ালেও, চিন সেটি ১২৫ শতাংশে সীমাবদ্ধ রাখে। চিনের দাবি, আমেরিকা যতই শুল্ক বাড়াক না কেন, তা অর্থহীন। এটি বিশ্ব অর্থনীতির ইতিহাসে একটি হাস্যকর দৃষ্টান্ত হয়ে থাকবে।
ট্রাম্প চলতি বছর শেষের দিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা করেছেন। সেখানে বাণিজ্য চুক্তির রূপরেখা নিয়ে আলোচনা হবে। এইসব পরিস্থিতির মধ্যে চিন ভারতের পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে কটাক্ষ করায় কূটনৈতিক বিশ্বে আলোড়ন ফেলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *