Tariff | ভারতের ওপর অতিরিক্ত শুল্ক কার্যকরের নোটিশ ট্রাম্প প্রশাসনের

Tariff | ভারতের ওপর অতিরিক্ত শুল্ক কার্যকরের নোটিশ ট্রাম্প প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক (Tariff) কার্যকর করবে আমেরিকা। এনিয়ে একটি নোটিশ জারি করেছে ট্রাম্প প্রশাসন (Trump administration)। আগে ২৫ শতাংশ শুল্ক বাড়িয়েছিল আমেরিকা (America)। এবার আরও ২৫ শতাংশ শুল্ক বেড়ে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে ৫০ শতাংশ। যদিও ট্রাম্প আগেই এই সিদ্ধান্তের কথা ঘোষনা করেছিল। ২৭ অগাস্ট মার্কিন সময় রাত ১২টা ১ মিনিট থেকে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুসারে, বুধবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে এই অতিরিক্ত শুল্ক কার্যকর করছে মার্কিন প্রশাসন।

তবে ওই নির্দেশিকাটি আমেরিকার তরফে এখনও সরকারি ভাবে প্রকাশ না করলেও ইতিমধ্যেই সেই নির্দেশিকার খসড়া আমেরিকার সরকারি ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছে। জানিয়েছে, উল্লেখিত সময়ের পরে আমেরিকার বাজারের জন্য প্রবেশ করা বা গুদাম থেকে বেরোনো ভারতীয় পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে।

সাত পাতার ওই নির্দেশিকায় ভারত (India) এবং রাশিয়ার (Russia) বাণিজ্যিক সম্পর্কের কথাও উল্লেখ করেছে মার্কিন প্রশাসন। সেখানে বলা হয়েছে, রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তেল কেনে ভারত। সেই কারণেই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। রাশিয়ার হুমকি মোকাবিলা করতে ভারতীয় পণ্য আমদানির ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

আমেরিকার এই শুল্ক হুমকি যে ভারত মেনে নিচ্ছে না, তা ইতিমধ্যে বেশ কয়েক দফায় স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি। আমেরিকাও যে তাদের স্বার্থে রাশিয়া থেকে বিভিন্ন পণ্য আমদানি করে তাও মনে করিয়ে দিয়েছে ভারত।

এমন অবস্থায় অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমাতে এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের জন্য পথ আরও প্রশস্ত করার লক্ষ্যে এগোতে শুরু করেছে কেন্দ্র।

সোমবার রাতে গুজরাতের আহমেদাবাদের একটি সভা থেকে প্রধানমন্ত্রী দেশের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘যতই চাপ আসুক না কেন, আমরা তার মোকাবিলা করার জন্য প্রস্তুত। আমরা আত্মনির্ভর ভারত সংকল্পের পথে অনেক দূর এগোতে সক্ষম হয়েছি।’

মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরে এক উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানে দেশীয় রফতানিকারকদের ওপর শুল্কের কী প্রভাব পড়তে পারে, তা পর্যালোচনা করা হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *