Tapan | সাধুকে আটকে রেখে শ্মশানের পাম্পমেশিন নিয়ে পালাল দুষ্কৃতীরা! বিক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীর

Tapan | সাধুকে আটকে রেখে শ্মশানের পাম্পমেশিন নিয়ে পালাল দুষ্কৃতীরা! বিক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীর

ব্লগ/BLOG
Spread the love


তপন: শ্মশানের কাজের দেখভালের দায়িত্বে থাকা এক সাধুকে আটকে রেখে রাতের অন্ধকারে পাম্প মেশিন নিয়ে পালাল দুষ্কৃতিরা। রবিবার ঘটনাটি ঘটেছে তপন থানার রামপুরে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। চুরি যাওয়া পাম্প মেশিন উদ্ধার সহ শ্মশানে নিরাপত্তা বাড়ানোর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

উল্লেখ্য,তপন থানার অন্তর্গত রামপুরে অবস্থিত এই শ্মশানে শবদাহ করতে আসেন আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ। শ্মশান যাত্রীদের কথা মাথায় রেখে জল সরবরাহের জন্য গত কয়েক বছর আগে এই শ্মশানে বসানো হয়েছিল পাম্প মেশিন। শবদেহ দাহ করার পর পাম্প মেশিনের জলে চুল্লি ও শ্মশান পরিস্কার পরিচ্ছন্ন করা হত। শ্মশানের দেখভাল করতেন এক সাধু। অভিযোগ, গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতি রামপুর শ্মশানে আসে।তাঁদের সঙ্গে শবদেহ আসছে বলে ওই সাধুর সঙ্গে ভাব জমায়। এরপর ওই সাধুকে নেশায় বেহুঁশ করে ঘরে আটকে রেখে পাম্প মেশিন চুরি করে চম্পট দেয় দুষ্কৃতিরা।

এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুপুর হতেই এলাকার মানুষজন রামপুরে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। অবরোধ থেকে দাবি ওঠে চুরি যাওয়া পাম্প মেশিন দ্রুত উদ্ধার করতে হবে, অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং শ্মশান এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়াতে হবে। এদিনের অবরোধের জেরে আটকে পড়েন দুর দুরান্তের বহু যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রামপুর ফাঁড়ির পুলিশ। প্রায় ১ ঘন্টা পর পুলিশের আশ্বাসে এই অবরোধ ওঠে। দুস্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *