উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঘাযতীনের (Baghajatin) স্মৃতি এখনও তাজা সবার মনে। এর মধ্যেই ফের ট্যাংরায় (Tangra) নির্মীয়মাণ বহুতল হেলে পড়ার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
৫৮ নম্বর ওয়ার্ডের ১১/২ ক্রিস্টোফার রোডের ঘটনা। জানা গিয়েছে, বাড়ির কিছু কাজ বাকি ছিল। স্থানীয়দের বহুতলটি হেলে পড়ার বিষয়টি নজরে পড়ে। পাশেই আরও একটি বহুতল রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় পুরসভায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police)। তবে ভেতরে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে এবং কার গাফিলতিতে এমনটা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি বাঘাযতীনের (Baghajatin Constructing Collapse) বিদ্যাসাগর কলোনিতেও চারতলার একটি ফ্ল্যাট হেলে পড়েছিল। ভেঙে পড়ে ফ্ল্যাটটির বেশখানিকটা অংশ। অভিযোগ ছিল, জলাজমির উপর নিয়ম অগ্রাহ্য করে বহুতলটি তৈরি করা হয়েছিল। ঘটনার প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভা জানায়, অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল। ওই বাড়িতে সেই সময় কোনও বাসিন্দা ছিলেন না। ফলে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা যায়, বহুতলের একদিক নীচু ছিল। তা উঁচু করার কাজ শুরু হয়েছিল মাসখানেক আগে। সেই কারণে বাসিন্দাদের সরানো হয়েছিল। এদিকে এই ঘটনার পর গা ঢাকা দেয় প্রোমোটার। তাঁর খোঁজ শুরু করে পুলিশ। পরে বকখালির একটি রিসর্ট থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপর ফের এমন ঘটনা সামনে আসায় ক্ষোভ ছড়িয়েছে জনগণের মধ্যে।