Tamil Nadu Stampede | তামিলনাডুতে বিজয়ের জনসভায় তুমুল বিশৃঙ্খলা! পদপিষ্ট হয়ে কমপক্ষে ২৯ জনের মৃত্যুর আশঙ্কা

Tamil Nadu Stampede | তামিলনাডুতে বিজয়ের জনসভায় তুমুল বিশৃঙ্খলা! পদপিষ্ট হয়ে কমপক্ষে ২৯ জনের মৃত্যুর আশঙ্কা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী তামিলনাডু। তামিলাগা ভেটরি কাজাগম বা টিভিকে (TVK) দলের প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয়ের জনসভায় (Vijay’s rally) ভিড়ের চাপে তৈরি হল তুমুল বিশৃঙ্খলা। জনসভায় হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে শিশু সহ ২৯ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে (Tamil Nadu Stampede)। আহত হওয়ার পাশাপাশি অসুস্থও হয়ে পড়েছেন অনেকে।

শনিবার তামিলনাডুর করুরে একটি বিশাল জনসভার আয়োজন করেছিল টিভিকে। সেখানেই বক্তৃতা দিচ্ছিলেন বিজয়। আর তাঁর বক্তৃতা চলাকালীনই উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এমনকি বেশ কয়েকজন শিশু সহ দলীয় কর্মীরা অজ্ঞান হয়ে পড়ে বলে জানা যায়। এরপরই মাঝপথেই বক্তৃতা থামিয়ে সকলকে শান্ত হওয়ার আহ্বান জানান বিজয়। দ্রুত অ্যাম্বুল্যান্সগুলিকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। এরপরই বেশ কয়েকজনকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভিড়ের মধ্যে অসুস্থ বোধ করা ব্যক্তিদের সাহায্য করার জন্য বিতরণ করা হয় জলের বোতল।যদিও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে শাসন।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যতটা আশা করা হয়েছিল তার চেয়ে বেশি ভিড় হয়েছিল জনসভায়। আর বিজয় বক্তৃতা দিতে উঠতেই জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যার জেরেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। এদিকে, ঘটনার পরই উদ্বেগপ্রকাশ করেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *