Tamil Nadu | কলেজে পড়ুয়াদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ার নির্দেশ! নতুন বিতর্কে তামিলনাডুর রাজ্যপাল

Tamil Nadu | কলেজে পড়ুয়াদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ার নির্দেশ! নতুন বিতর্কে তামিলনাডুর রাজ্যপাল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নতুন বিতর্কের আগুন উসকে দিলেন তামিলনাডুর রাজ্যপাল আর এন রবি। সম্প্রতি তিনি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে গিয়ে সেখানকার পড়ুয়াদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বলেন। আর এই বিষয়টি নিয়েই তাঁকে বিঁধেছে রাজ্যের ক্ষমতাশীন ডিএমকে(DMK) সরকার।

শনিবার রাজ্যপাল রবি মাদুরাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একটি ভিডিওতে(ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) রাজ্যপাল রবিকে বলতে শোনা যাচ্ছে,‘আসুন আমরা ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করি। আমি বলব আপনারাও বলুন – জয় শ্রীরাম।’ যার উত্তরে পড়ুয়াদেরও জয় শ্রীরাম ধ্বনি দিতে শোনা যায়।

আর এই ঘটনার তীব্র নিন্দা করেছে এম কে স্টালিনের নেতৃত্বাধীন শাসকদল ডিএমকে। রবি একজন ‘আরএসএস আদর্শবাদী’-র মতো আচরণ করছেন বলেও মন্তব্য করা হয়েছে। জনৈক সংবাদমাধ্যমের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলার সময় ডিএমকে-র মুখপাত্র সালেন ধারানিধারান বলেন, ‘এটি অবাক করার মতো একটি ঘটনা যে, রাজ্যপাল একটি ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনে গিয়ে সেখানকার পড়ুয়াদের একটি নির্দিষ্ট ধর্মের কথা উচ্চারণ করতে বলছেন। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে একটি কলেজের অনুষ্ঠানে ধর্মীয় রঙ চড়িয়ে দেওয়ার চেষ্টা সংবিধানের পরিপন্থী।’

এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, ‘রাজ্যপাল বারংবার তামিলনাডুর ইতিহাস এবং সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা করেছেন। তিনি একজন ‘আরএসএস আদর্শবাদী’-র মতো আচরণ করছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *