সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বোমাতঙ্ক তাজমহলে। শনিবার সকালে কর্তৃপক্ষের কাছে বোমা বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল আসে। মেল পাওয়ার পরই তাজমহলের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। রবিবার এই খবর প্রকাশিত হয়।
পুলিশ জানিয়েছে, তাজমহল চত্বরের একাধিক জায়গায় তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সাব্বুক শঙ্কর নামে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির নামে কেরল থেকে ওই মেলটি করা হয়েছিল। মেল আসার পরই গোটা চত্বর ফাঁকা করে দেওয়া হয়। সরিয়ে নিয়ে যাওয়া হয় পর্যটকদের। আধাসেনা ও পুলিশ গোটা এলাকা ঘিরে রেখে প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালায়। এদিকে এই মেল আসার পরই বাড়ানো হয়েছে তাজমহলের নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে বাড়তি আধাসেনার জওয়ান।
ডেপুটি পুলিশ কমিশনার সোমন কুমার বলেন, “মেল আসার পরই গোটা এলাকা ফাঁকা করে ৩ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। তবে তেমন কিছু পাওয়া যায়নি। যতদূর জানা গিয়েছে, ওই মেলটি কেরল থেকে এসেছিল। তদন্তের জন্য সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে।”
Agra, Uttar Pradesh: A threatening e-mail from Kerala warned of an RDX blast on the Taj Mahal. Safety businesses launched a three-hour search, discovered no suspicious objects, and issued a excessive alert. A cyber cell case was filed beneath the course of DCP Metropolis.
DCP Metropolis Sonam Kumar… pic.twitter.com/gKpFjIfgwz
— IANS (@ians_india) May 25, 2025
উল্লেখ্য, এর আগেও একাধিকবার হুমকি মেল ও ফোন এসেছে পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলে। তবে সেই হুমকি মেল বা ফোন গুলি শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই করা হয়েছিল বলে জানিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। এরই মধ্যে ফের ভুয়ো মেলে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন