Tahawwur Rana । মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ফেরাচ্ছে আমেরিকা, সিলমোহর ট্রাম্পের

Tahawwur Rana । মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ফেরাচ্ছে আমেরিকা, সিলমোহর ট্রাম্পের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০০৮ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পন করার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের শেষে এই ঘোষণা করেন তিনি। উল্লেখ্য, রানা এই মুহুর্তে আমেরিকার উচ্চ সুরক্ষা সম্পন্ন জেলে বন্দি রয়েছে।

গত বেশ কয়েক বছর ধরে ভারতের তরফে একাধিকবার রানাকে প্রত্যর্পনের আর্জি জানান হয়েছে। অবশেষে এতদিনে সেটি হতে চলেছে। এদিন বৈঠক শেষে ট্রাম্প বলেন, “২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত এক দুষ্কৃতীকে আমরা ভারতে প্রত্যর্পণ করছি।”

২০০৮ সালে তাজ হোটেলে জঙ্গি হামলায় মৃত্যু হয় ১৬৪ জনের। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে পাকিস্তানের নাগরিক এই তাহাউর রানার বিরুদ্ধে। পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের পাশাপাশি আইএসআই-এর সঙ্গেও রানার যোগসূত্র ছিল বলে জানা যায়।

বর্তমানে সে আমেরিকার উচ্চ সুরক্ষা সম্পন্ন জেলে থাকলেও ট্রাম্পের এই ঘোষণার পর এবার রানাকে ভারতে এনে জেরা করতে পারবে ভারতীয় গোয়েন্দা বিভাগ। ট্রাম্পের এই প্রত্যর্পণের ঘোষণাকে ভারতের কূটনৈতিক জয় হিসাবেই দেখছেন বিশেষজ্ঞ মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *