উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মুম্বই হামলায় প্রধান অভিযুক্ত তাহাউর রাণার প্রত্যর্পণে স্থগিতাদেশ দিতে রাজি হল না আমেরিকার সুপ্রিম কোর্ট। পাকিস্তানি বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিক তাহাউর রাণা বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করে রাণা জানায়, ভারতের প্রত্যর্পণ করা হল তার উপর অত্যাচার চালানো হতে পারে। নিজেকে অসুস্থ বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু জরুরিভিত্তিতে করা সেই আর্জিতে আমল দেয়নি সুপ্রিম কোর্ট।
এর আগে একাধিক নিম্ন আদালতে আইনি লড়াই হেরে যায় তাহাউর রাণা। সানফ্রান্সিসকোতে নর্থ সার্কিট আমেরিকান কোর্ট অফ আপিলেও হেরে গিয়ে শেষ পর্যন্ত মার্কিন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর দিনই তাহাউর রানার রিট পিটিশন খারিজ করে দিয়েছিল মার্কিন সুপ্রিম কোর্ট।
২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রাণাকে ভারতে ফেরাতে প্রায় দেড় দশক ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। একাধিকবার আমেরিকার সরকার তাহাউর রাণাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। কিন্তু বারবারই তাহাউর রাণা আমেরিকার বিভিন্ন আদালতের দ্বারস্থ হয়ে ভারতে প্রত্যার্পণের প্রক্রিয়াকে আটকানোর চেষ্টা করেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমেরিকা সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাহাউর রাণার প্রত্যার্পণের বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেন। ট্রাম্পও জানিয়ে দেন ভারতের আর্জি মেনে রাণাকে তাদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু প্রত্যর্পণ আটকাতে শেষ মুহূর্তে আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাণা। সুপ্রিম কোর্ট তার আবেদন বিচারের জন্য গ্রহণ করলেও আজ তা নাকচ করে দিয়েছে।
