‘কুছ তো লোগ কহেঙ্গে’, ডিভোর্স জল্পনা জোরাল হতেই সুখী দাম্পত্যের প্রমাণ দিতে মরিয়া যশ-নুসরত!
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক ধরেই সিনেইন্ডাস্ট্রির অন্দরে যশ-নুসরতের ডিভোর্সের জল্পনা। সম্প্রতি সেই বিচ্ছেদ-গুঞ্জনের পালে হাওয়া লাগতেই এবার অটুট দাম্পত্যের প্রমাণ দিতে মরিয়া তারকাদম্পতি। একফ্রেমে হাসিখুশি মুখে ধরা দিয়ে যশরতের বক্তব্য, ‘লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা আমাদের মতো করে বাঁচি।’ সম্প্রতি কানাঘুষো শোনা গিয়েছিল, যশ নাকি ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করেছেন!’ […]
আরও পড়ুন