‘ফাদার সাহেব বোলেঙ্গে তো…’, ডিপিএলে অভিষেক ঘটিয়েই ছেলে আর্যর মুখে শেহওয়াগের কথা
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই বলেন, ভবিষ্যতের তারকা তৈরি হয় দিল্লি প্রিমিয়ার লিগে। সেই কারণে উদীয়মান ক্রিকেটারদের কাছে এই লিগে সুযোগ পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিপিএলে অভিষেক হয়েছে বীরেন্দ্র শেহওয়াগের ছেলে আর্যবীরের। অভিষেকেই বুঝিয়েছে, বাবার ‘গুণে’ গুণবান সে। বাবার কাছ থেকে কি পরামর্শ নিয়েছে সে? এই প্রসঙ্গে মন্তব্যও করেছে আর্য। সেন্ট্রাল দিল্লি কিংস দলে রয়েছে আর্য। […]
আরও পড়ুন