একশোয় পা উত্তমকুমারের! আজও কেন তিনিই মহানায়ক?
রঞ্জন বন্দ্যোপাধ্যায়: উত্তমকুমার রবীন্দ্রসংগীতের মতো। কোনওদিন বাঙালির কাছে ফুরোবেন না। যত পুরনো হচ্ছেন, ততই তিনি সুরভিত আমাদের নস্টালজিয়ায়। ইংরেজ কবি জন কিটসের ভাষায় তিনি ‘বিডেড বাবলস উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম।’ অর্থাৎ উত্তম আজও মহার্ঘ শ্যাম্পেনের ফেনা। এবং আজ তেসরা সেপ্টেম্বর ১০০-পা উত্তমের রমণীয় রোমান্টিকতা আমাদের কল্পনার পানপাত্রের কিনারে এখনও চোখ মারছে, শ্যাম্পেনের ঝিলমিল ফেনার মতো। […]
আরও পড়ুন