যোগীরাজ্যে ফের এনকাউন্টার, গুলিতে খতম মুখতার গ্যাংয়ের শার্প শুটার-সহ ২ দুষ্কৃতী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে মাফিয়ারাজের শিকড় উপড়ে ফেলতে ফের পুলিশি অভিযান। রবিবার রাতে মুজফফরনগর জেলায় এসটিএফের এনকাউন্টারে মৃত্যু হল মুখতার গ্যাংয়ের দুই সদস্যের। মৃতরা হলেন, সঞ্জীব জিভা ও মুখতার গ্যাংয়ের শার্প শুটার শাহরুখ পাঠান। এর মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। দুটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, […]
আরও পড়ুন