আজ থেকে সাজানো ট্রামে কলকাতায় নিখরচায় যাত্রা, চলবে কোন রুটে?
নব্যেন্দু হাজরা: আজ থেকে চারদিন বিনামূল্যে ট্রামে ভ্রমণের সুযোগ শহরবাসীর জন্য। তবে সব ট্রামে নয়। একটিমাত্র সুসজ্জিত ট্রামে। ট্রামেই উঠে আসবে একফালি সুন্দরবন। ঢং ঢং করে ঘণ্টা বাজিয়ে এঁকেবেঁকে সে আজ থেকে আগামী তিনদিন ছুটবে শহরের রাজপথে। আর ভিতরে হবে সুন্দরবনের লোকগায়কদের নাটক, গান, আড্ডা, নানা অনুষ্ঠান। ট্রামে চেপে সুন্দরবনের মানুষের দিনলিপি সম্পর্কে অবহিত হবে […]
আরও পড়ুন