ঠিক সময়ে ঢুকছে পড়ুয়ারা? অভিভাবকদের জানাতে বারাকপুরের স্কুলে ডিজিটাল অ্যাটেনডেন্স

ঠিক সময়ে ঢুকছে পড়ুয়ারা? অভিভাবকদের জানাতে বারাকপুরের স্কুলে ডিজিটাল অ্যাটেনডেন্স

অর্ণব দাস, বারাকপুর: এবার স্কুল পড়ুয়াদের জন্য মা-বাবার দুশ্চিন্তা দূর করবে প্রযুক্তি। ২৮ এপ্রিল, সোমবার থেকে ডিজিটাল অ্যাটেনডেন্স চালু করল ইছাপুরের বিভুকিঙ্কর হাইস্কুল। এর ফলে স্কুল ফাঁকি দেওয়া কঠিন হবে পড়ুয়াদের জন্য। স্কুলের নাম করে অন্য কোথাও গেলে জানতে পেরে যাবেন অভিভাবকেরা। ইছাপুরের বিভুকিঙ্কর হাইস্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়াদের উপস্থিতি ডিজিটাল মাধ্যমে রেকর্ড করা হবে তো […]

আরও পড়ুন