Rampurhat | ‘আমি হেরে গেলাম,’ মল্লারপুর থানার ওসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে আত্মঘাতী যুবক
রামপুরহাট: ‘আমি হেরে গেলাম। তবে আমার মৃত্যুর জন্য কেউ দুঃখ করো না। তবে আমার মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী মল্লারপুরে থানার ওসি রাজকুমার দাস। সেই আমাকে ক্রিমিনালের তকমা লাগিয়েছে। আমি নির্দোষ।’ পাঁচ পাতার সুসাইড নোট লিখে আত্মঘাতী (Suicide) এক যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল মল্লারপুরে (Mallarpur)। অকালে একটা তরতাজা প্রাণ চলে যেতেই ওসির শাস্তির দাবিতে সরব […]
আরও পড়ুন