‘আমার কবরে ৪০টি গোলাপ দিও’, পিসতুতো দাদাকে চিঠি লিখে আত্মঘাতী রামপুরহাটের ছাত্রী!
নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমের রামপুরহাটের মেসে ছাত্রীর রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। পাশেই মিলেছে একটি চিঠি। তাতে লেখা, ‘কায়েম তুমি ৪০টি গোলাপ দিও আমার কবরে।’ এই কায়েম সম্পর্কে মৃতার পিসতুতো দাদা। ফলত প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে দিতে পারছে না তদন্তকারীরা। তবে পরিবারের দাবি, ঘটনার নেপথ্যে মৃতার এক শিক্ষক। তাঁকে আটক করেছে […]
আরও পড়ুন