হনুমানের হামলায় খোয়ালেন হাতের মাংস! হাওড়ায় তীব্র আতঙ্ক, পাতা হল খাঁচা
অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ার কদমতলায় হনুমানের দাপটে আক্রান্ত স্থানীয় বাসিন্দারা। হনুমানের কামড়ে এক মহিলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হনুমান ধরতে এবার খাঁচা পাতলো বনদপ্তর। গত কয়েকদিন ধরে মধ্য হাওড়ার কদমতলায় প্রায় সাত থেকে আটটি হনুমানের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, একদল হনুমান এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। সেই হনুমানগুলি তাঁদের কয়েকজনকে আক্রমণও করেছে। আক্রান্তদের […]
আরও পড়ুন