আরিয়ানকে ‘পরিচালক’ হিসেবে পরিচয় করিয়েই আবেগপ্রবণ শাহরুখ, বললেন, ‘৩০ বছর ধরে আমি…’
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার সিনেদুনিয়ার অংশ হিসেবে পিতা-পুত্র একমঞ্চে। ছেলে আরিয়ান খান প্রথমবার পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে হাতেখড়ি করলেন। অতঃপর এই বিশেষ দিনে ‘সিম্বা’র জন্য ‘মুফাসা’ যে সপ্তম স্বর্গে, তা বলাই বাহুল্য। বুধসন্ধেয় শাহরুখ-আরিয়ানের সেই ব্লকবাস্টার মুহূর্তদের সাক্ষী থাকল বলিউড। ছেলের জন্য কিং খান কখনও সাংবাদিকদের কাছে আশীর্বাদ চাইলেন, আবার কখনও বা তাঁদের কাছে তুলে […]
আরও পড়ুন