Siliguri ATM Theft | এটিএম লুটে ভিনরাজ্যের দুষ্কৃতীরা, গুলি না চালানোয় প্রশ্নের মুখে পুলিশ
শমিদীপ দত্ত, শিলিগুড়ি: একের পর এক অপরাধমূলক ঘটনায় শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ যথেষ্টই অস্বস্তিতে। লোকনাথ বাজারে এটিএম লুটের ঘটনায় সিসিটিভি ফুটেজে ধরা পড়া দুষ্কৃতীরা ভিনরাজ্যের বলে তদন্তকারীদের প্রাথমিকভাবে অনুমান। তারা হরিয়ানার নূহ জেলা থেকে এখানে এসে অপারেশন চালিয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, হাতের নাগালে পেলেও পুলিশ কী কারণে দুষ্কৃতীদের লক্ষ্য করে, বিশেষ করে তাদের ব্যবহার […]
আরও পড়ুন