রাতভর চাঁচল থানার সামনে ধরনা, ‘কিছু হলে IC দায়ী’, বললেন অসুস্থ খগেন মুর্মু
বাবুল হক, মালদহ: রাতভর ধরনা, তীব্র রোদে দিনের বেলাতেও ঠায় বসে থানার সামনে। তার জেরে অসুস্থ হয়ে পড়লেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁকে তড়িঘড়ি ধরনাস্থল থেকে তুলে নিয়ে যাওয়া হল চাঁচল হাসপাতালে। অসুস্থ দলের আরও এক মহিলা কর্মীও চিকিৎসাধীন বলে খবর। তবে এই পরিস্থিতির জন্য পুলিশকে দায়ী করেছেন খগেন মুর্মু। তাঁর মন্তব্য, ”আমার […]
আরও পড়ুন