Shootout in Sitai | জমি বিবাদের জেরে নিজের বাড়িতে গুলিবিদ্ধ যুবক! হতভম্ব এলাকাবাসীরা
সিতাই: জমি বিবাদের জেরে চলল গুলি। গুরুতর আহত এক ব্যক্তি (Shootout in Sitai)। ঘটনাটি ঘটেছে সিতাই বিধানসভার অন্তর্গত চামটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাপুকুর এলাকায়। আহত রফিকুল মিয়াঁ কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সূত্রে জানা গিয়েছে, বালাপুকুর এলাকায় নুরুল মিয়াঁর পরিবারের সঙ্গে ও প্রতিবেশী দেলোয়ার হোসেনের পরিবারের জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। গত দু-তিন মাসে তিনবার […]
আরও পড়ুন