যাত্রীদের সুবিধার্থে এসি লোকালের স্টপেজ বাড়াল রেল! তালিকায় কোন কোন স্টেশন
নব্যেন্দু হাজরা: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এসি লোকালের স্টপেজ বাড়াল পূর্ব রেল। এবার থেকে শ্যমনগর, বেলঘরিয়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনেও দাঁড়াবে এসি লোকাল। তালিকায় রয়েছে চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোডের মতো গুরুত্বপূর্ণ স্টেশনও। এই খবর নিত্যযাত্রী এবং সাধারণ যাত্রীদের জন্য অবশ্যই স্বস্তির। বর্তমানে তিনটি এসি লোকাল চলছে রাজ্যের গুরুত্বপূর্ণ তিনটি স্টেশনে। রয়েছে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর। […]
আরও পড়ুন