‘শুধু হিন্দুদের জন্যই পুজো হবে’, ‘মুসলিম’ মামুত্তির জন্য শবরীমালায় গিয়ে মারাত্মক বিতর্কে মোহনলাল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই ‘সুপারস্টার বন্ধু’ মামুত্তির মঙ্গলকামনা করে শবরীমালায় পুজো দিয়েছিলেন মোহনলাল। দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, প্রবীণ অভিনেতা মামুত্তি নাকি ক্যানসারে আক্রান্ত। বর্তমানে মারণরোগের চিকিৎসা চলছে তাঁর। সেই প্রেক্ষিতেই বন্ধুর হয়ে শবরীমালায় প্রার্থনা করতে গিয়েছিলেন মোহনলাল। তবে সেখানে দক্ষিণী তারকার পুজো দেওয়া মোটেই ভালো নজরে দেখেননি নেটপাড়ার একাংশ। তাঁদের অভিযোগ, ‘মামুত্তি […]
আরও পড়ুন