আর জি কর হামলায় চার্জশিট পেশ, আদালতে হাজিরা দিয়ে জামিন মীনাক্ষী, কলতানদের
স্টাফ রিপোর্টার: আর জি কর হাসপাতাল ভাঙচুর মামলায় শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। সূত্রের খবর, চার্জশিটে বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ কলাতন দাশগুপ্ত, দেবাঞ্জন দে, পৌলমী, বিকাশ ঝা, দীপু দাস, বর্ণণাদের নাম রয়েছে। সেখানে মীনাক্ষীদের পলাতক বলে উল্লেখ করা হয়েছে। চার্জশিট জমা পড়ার পরই সোমবার শিয়ালদহ আদালতে সশরীরে হাজিরা দেন মীনাক্ষী, কলাতন-সহ আট অভিযুক্ত। অভিযুক্তদের তরফে […]
আরও পড়ুন