R Ashwin | আন্তর্জাতিক আঙিনা থেকে বিদায়ের পরেও বিতর্ক, বল বিকৃতির অভিযোগে বিদ্ধ অশ্বীন!
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কয়েক মাস হল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু এরই মধ্যে বল বিকৃতির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে! ঘটনাটি তামিলনাডু প্রিমিয়ার লিগের(TNPL)। আর এই বল বিকৃতির অভিযোগটি তুলেছে মাদুরাই প্যান্থার্স। জানা গিয়েছে, গত ১৪ জুন অশ্বিনের টিম ডিন্ডিগুল ড্র্যাগনসের সঙ্গে খেলা ছিল এই মাদুরাই প্যান্থার্স-এর। এই ম্যাচেই উঠেছে বল বিকৃতির অভিযোগ। […]
আরও পড়ুন