Rasikbil | আজ রসিকবিলে পাখিশুমারি, তুঙ্গে প্রস্তুতি 

Rasikbil | আজ রসিকবিলে পাখিশুমারি, তুঙ্গে প্রস্তুতি 

সায়নদীপ ভট্টাচার্য, বক্সিরহাট: নৌকায় চেপে রসিকবিলে (Rasikbil) পাখিশুমারি করবে কোচবিহার (Cooch Behar) বন দপ্তর। শুক্রবার সকাল থেকে সেই কাজ শুরু হবে, চলবে দিনভর। বৃহস্পতিবার পাখিশুমারির দায়িত্বপ্রাপ্ত পরিবেশপ্রেমী সংস্থার কর্মীরা রসিকবিলে পৌঁছেছেন। বনকর্তা এবং কর্মীদের সঙ্গে কাজের রূপরেখা নিয়ে বৈঠক করেন তাঁরা। রসিকবিলের বিশাল জলাভূমির কয়েকটি অংশে নৌকায় যাতায়াত করতে হবে। সেই কথা ভেবে রাখা হয়েছে […]

আরও পড়ুন