ডলোমাইটের ‘বিষ’ বীরপাড়ায়! স্টেশন থেকে গুঁড়োর বস্তা ওঠানামা বন্ধের দাবি বাসিন্দাদের
রাজ কুমার, আলিপুরদুয়ার: সংঘাত কেন্দ্র ও রাজ্যের জনপ্রতিনিধিদের মধ্যে। আর তার জেরে দূষণের বিষে জর্জরিত আলিপুরদুয়ারের বীরপাড়ার বাসিন্দারা। সমস্যার কেন্দ্রে ডলোমাইট। জেলার প্রাণকেন্দ্রে দলগাঁও রেলস্টেশনের দুটি প্ল্যাটফর্মে ডলোমাইটের গুঁড়োর বস্তা ওঠানামা হয়। সেই গুঁড়োর প্রভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকার পরিবেশ সুস্থ রাখতে দলগাঁও স্টেশনে এই কাজ বন্ধ হোক। তা সরিয়ে নিয়ে […]
আরও পড়ুন