উইম্বলডনের সেমিতে বিদায় ‘আহত’ জোকোভিচের, ফাইনালে আলকারাজের সামনে সিনার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরাসি ওপেন ফাইনালের পুনরাবৃত্তি উইম্বলডনেও। ঘাসের কোর্টে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য লড়বেন কার্লোস আলকারাজ ও জানিক সিনার। প্রথমজন আগেই ফাইনালে উঠে গিয়েছিলেন। দ্বিতীয়জন সেমিতে নোভাক জোকোভিচকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠলেন। আলকারাজকে তবু কিছুটা বেগ দিয়েছিলেন টেলর ফ্রিৎজ। কিন্তু সিনার প্রায় একতরফাভাবে ৬-৩, ৬-৩, ৬-৪ ব্যবধানে জিতলেন জোকোভিচের বিরুদ্ধে। এদিন সেন্টার কোর্টে চোট […]
আরও পড়ুন