ভোটার তালিকায় নাম নথিভুক্তিতে কারচুপি! বাংলার ৪ অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগ। তার জেরে বাংলার মোট চার আধিকারিককে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্যসচিবকে ওই চারজনের বিরুদ্ধে এফআইার দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে। ওই চারজনের তালিকায় রয়েছেন দুই ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) এবং দুই এইআরও (অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)। সূত্রের খবর, এঁদের মধ্যে রয়েছেন বারুইপুর পূর্বের ইআরও […]
আরও পড়ুন