‘কল্কি’ রূপে অসুর বধ মনামীর, ‘কঠিন প্রতিশোধে’র গল্প বুনলেন পুজোর মিউজিক ভিডিওয়
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারদ উপহারের পয়লা ঝলকেই ‘ঝড়ের পূর্বাভাস’ দিয়ে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন। এবার ‘কল্কি’র মিউজিক ভিডিওয় নারীশক্তির জয়গান গাইলেন মনামী ঘোষ। এ শুধুই পুজোর গান নয়, তার সঙ্গে রয়েছে সামাজিক বার্তাও। সেটা কীরকম? এক প্রতিশোধপরায়ণ নারীর ‘অসুর বধে’র কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে ‘কল্কি’র মিউজিক ভিডিওয়। মনামীর পুজোর গানের ভিডিওতে রয়েছে ‘দুষ্টের দমন, শিষ্টের […]
আরও পড়ুন