‘আমার ছেলে বলে নয়, যোগ্য বলেই সৃঞ্জয়কে ভোট দিন’, আহ্বান টুটু বোসের
স্টাফ রিপোর্টার: মোহনবাগান নির্বাচনী জনসভায় শনিবার বড় চমক। সশরীরে হাজির স্বপনসাধন (টুটু) বোস। আগেই জানিয়েছিলেন নির্বাচনে তিনি সৃঞ্জয় বোসের সমর্থনে প্রচারে নামবেন। মোহনবাগান সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে ইস্তফাপত্রও পাঠিয়ে দিয়েছিলেন কার্যকরী কমিটির কাছে। এতদিন শারীরিক অসুস্থতার জন্য হাজির থাকতে না পারলেও শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার আহিরীটোলার দোলনা পার্কের সৃঞ্জয় বোসের নির্বাচনী সভায় স্বপনসাধন (টুটু) […]
আরও পড়ুন