NH 10 | গড়িয়ে পড়ছে বোল্ডার, ভাঙছে রাস্তা! ফের অশনিসংকেত ১০ নম্বর জাতীয় সড়কে
শিলিগুড়ি: লিকুভিরে (Likhu Bhir) পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বোল্ডার। যার জেরে মেল্লি (Melli) থেকে কিরনে (Kirney) পর্যন্ত রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। কালিম্পংয়ে (Kalimpong) ভারী বৃষ্টি শুরু হয়েছে। আর এরপরই ফের প্রশ্নের মুখে ১০ নম্বর জাতীয় সড়ক (NH 10) দিয়ে যান চলাচল। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কালিম্পংয়ে ১০৪.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। […]
আরও পড়ুন