Leopard Assault | দফায় দফায় চলন্ত বাইক ও সাইকেলের ওপর চিতাবাঘের হামলা! জখম ৩
নাগরাকাটা: মঙ্গলবার বিকেলে আধ ঘন্টার মধ্যে চলন্ত বাইক ও সাইকেলের ওপর হামলা চালিয়ে ৩ জনকে জখম করল চিতাবাঘ (Leopard Assault)। হাড়হিম করা ঘটনা দুটি ঘটে মঙ্গলবার বিকেলে নাগরাকাটার (Nagrakata) কলাবাড়ি চা বাগানে। বাইক চালক ও সওয়ারির মাঝখানে ঝাঁপ দেয় বুনোটি। অন্যদিকে, সাইকেল চালকের ওপর অতর্কিতে হামলা চালায় পেছন থেকে। জখমদের নাম যথাক্রমে রহমান আলি, রহিনা […]
আরও পড়ুন