Kangana-Jaya | ‘শুধু অমিতাভজির স্ত্রী বলে…’, জয়া বচ্চনের উদ্দেশে কেন এমন বললেন কঙ্গনা?
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছবি তোলার জন্য কেউ ক্যামেরা ধরলেই মেজাজ হারান সমাজবাদী পার্টির সাংসদ তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan)। এনিয়ে পাপারাজ্জিদের একাধিকবার বকুনিও খেতে হয়েছে। এবার এক ব্যক্তির সেলফি তোলা নিয়ে রেগে আগুন সাংসদ। এমনকি, সেই ব্যক্তিকে ধাক্কা পর্যন্ত দিয়ে দেন তিনি। এনিয়ে একটি ভিডিও (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) ভাইরাল […]
আরও পড়ুন