DHR | পাহাড়ে নতুন লোকোমোটিভ, বাড়ছে জয়রাইড
শিলিগুড়ি: দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) সামার ফেস্টিভাল চলাকালীনই পাহাড়ে জয়রাইডের জন্য এল নতুন ডিজেল ইঞ্জিন। বেঙ্গালুরু থেকে ডিজেল ইঞ্জিন (Diesel locomotive) মঙ্গলবারই শিলিগুড়ি জংশনের টয়ট্রেন শেডে এসে পৌঁছেছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং নিয়ে যাওয়া হবে ইঞ্জিনটি। এর বাইরে আরও তিনটি ইঞ্জিন বেঙ্গালুরু থেকে আনা হবে বলে জানা গিয়েছে। ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরীর বক্তব্য, ‘ডিজেল ইঞ্জিনের সংখ্যা […]
আরও পড়ুন