Jolly LLB 3 | মিলল সুবজ সংকেত, অক্ষয়ের ‘জলি এলএলবি ৩’ নিয়ে সব মামলা খারিজ করল আদালত
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু থেকেই আইনি বিতর্ক ‘জলি এলএলবি ৩’ (Jolly LLB 3) নিয়ে। গোড়া থেকেই দেশের বিচারব্যবস্থাকে খাটো করে দেখানোর অভিযোগ এই সিনেমার বিরুদ্ধে। ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার রিলিজ আটকাতে একের পর এক শহরে মামলা দায়ের হয়। এবার মুক্তির প্রাক্কালে এই ছবিকে সবুজ সংকেত দিয়ে সেসব মামলা খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। […]
আরও পড়ুন