Siliguri | রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন প্রধাননগর থানার আইসি
শিলিগুড়ি: রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন শিলিগুড়ি (Siliguri) পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার বর্তমান আইসি বাসুদেব সরকার (IC Basudev Sarkar)। ২০২৩ সালে আলিপুরদুয়ারে কর্মরত থাকাকালীন তিনি এই সম্মানের জন্য মনোনীত হন। রবিবার প্রজাতন্ত্র দিবসের সকালে পুলিশ লাইনে বাসুদেব সরকারের হাতে এই পদক ও স্মারক তুলে দেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর। Source link
আরও পড়ুন