মধুচক্র কাণ্ডে আরও বিপাকে হাওড়ার ‘ফুলটুসি’, এবার দায়ের জালিয়াতির মামলা

মধুচক্র কাণ্ডে আরও বিপাকে হাওড়ার ‘ফুলটুসি’, এবার দায়ের জালিয়াতির মামলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপনে পর্নোগ্রাফির শুটিং, মধুচক্র চালানো, প্রতারণা-সহ একগুচ্ছ মামলা মাথার উপর ঝুলছে। এবার আরও বিপাকে হাওড়ার ‘ফুলটুসি’ ওরফে শ্বেতা খান। তার বিরুদ্ধে নতুন করে দায়ের হল জালিয়াতির মামলা। বিভিন্ন আধার, ভোটার, প্যানকার্ড দিয়ে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং তার মাধ্যমে প্রতারণার অভিযোগ রয়েছে শ্বেতার বিরুদ্ধে। হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে জালিয়াতির অভিযোগ করা […]

আরও পড়ুন
মধুচক্র কাণ্ডে আরও বিপাকে হাওড়ার ‘ফুলটুসি’, এবার দায়ের জালিয়াতির মামলা

নিজের জালে জড়িয়েই গ্রেপ্তার ফুলটুসি! কীর্তি ফাঁস করল পুলিশ

অরিজিৎ গুপ্ত, হাওড়া: ছেলে আরিয়ান খান ধরা পড়তেই পুলিশের হাত থেকে বাঁচতে মরিয়া হয়ে উঠেছিলেন শ্বেতা খান ওরফে মহসিনা বেগম ওরফে ফুলটুসি। সেই কারণে বুধবার আলিপুর আদালতে আইনজীবীদের কাছে পরামর্শ নিতে গিয়েছিলেন। গোপন সূত্রে সেই খবর পায় পুলিশ। এরপর বুধবার রাতে আলিপুর আদালত চত্বরে পৌঁছতেই একেবারে হাতেনাতে ফুলটুসিকে ধরে ফেলেন তদন্তকারীরা। ফুলটুসিকে গ্রেপ্তারের পর পুলিশ […]

আরও পড়ুন