খেলার সময় পাঁচতলার জানলা গলে নিচে পড়ে মৃত্যু একরত্তির! মর্মান্তিক ঘটনা হাওড়ায়
অরিজিৎ গুপ্ত, হাওড়া: খাটের ধারেই জানলা। সেই স্লাইডিং জানলা খোলা ছিল। খাটের উপর খেলা করছিল তিন বছরের শিশু। খেলার সময় পাঁচতলার ওই জানলা দিয়ে নিচে পড়ে গেল ওই শিশু! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার দাশনগর এলাকায়। মৃত ওই শিশুর নাম অভয় পোড়েল। ঘটনায় শোকের ছায়া এলাকায়। জানা গিয়েছে, দাশনগরের বালিটিকুরির নস্করপাড়ায় পাঁচতলায় ওই পোড়েল পরিবারের বাস। […]
আরও পড়ুন