দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চতুর্থবার হকিতে এশিয়াসেরা ভারত, বিশ্বকাপেও যোগ্যতা অর্জন হরমনপ্রীতদের
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হকি এশিয়া কাপে একতরফা দাপট ভারতের। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে চতুর্থবারের জন্য এশিয়া কাপ জিতে নিল ভারত। জোড়া গোল করলেন দিলপ্রীত সিং, বাকি দুটি গোল সুখজিৎ সিং ও অমিত রোহিদাসের। গ্রুপ থেকে ফাইনাল, গোটা টুর্নামেন্টে একটা ম্যাচও হারেননি হরমনপ্রীত সিংরা। আর ফাইনালে কোরিয়াকে উড়িয়ে সরাসরি হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন […]
আরও পড়ুন