PM Narendra Modi receives Ghana’s nationwide honour ‘Officer of the Order of the Star’
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে নয়া পালক। এবার ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন তিনি। বৃহস্পতিবার তাঁকে ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ঘানা’-এ সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা। সম্মান পেয়ে আপ্লুত মোদি বলেন, “দু’দেশের বন্ধুত্ব গভীর হবে। দায়িত্ব আরও বাড়ল।” আরও পড়ুন: প্রাধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, […]
আরও পড়ুন